সহপাঠীর সঙ্গে প্রেমে বাধা দেয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:১১:২৮,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামে সহপাঠীর সঙ্গে প্রেমে বাধা দেয়ার জের ধরে বিপাশা (১১) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বিপাশা লক্ষীপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে ও লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
নিহতের সহপাঠী ও এলাকাবাসী জানায়, বিপাশার সঙ্গে একই ক্লাশের ছাত্র বড়াইগ্রাম রেজুর মোড়ের ব্যবসায়ী ফরহাদ হোসেনের ছেলে বাঁধনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২/৩ দিন আগে বিষয়টি জানাজানি হলে বাঁধনের বাবা ছেলেকে মারপিট করে তার স্কুলে আসা বন্ধ করে দেয়। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
অন্যদিকে এ ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্রী প্রেমিকা বিপাশা স্কুল থেকে বাড়িতে এসে বিষপান করে। পরে আবার সে স্কুলে গেলে মাঠে অচেতন হয়ে পড়ে যায়। এ সময় শিক্ষক ও স্থানীয়রা তাকে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপাশা মারা যায়। বিপাশার হাতে এসিড দিয়ে পুড়িয়ে ইংরেজীতে ‘বি’ লেখা রয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।