সহকর্মীর গুলিতে নিহত বিএসএফ সদস্য
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৩৪,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: মঙ্গলবার সকালে পশ্চিম বঙ্গের ফারাক্কায় বিএসএফের এক সদস্য গুলি করে তার এক সহকর্মীকে হত্যা করেন এবং তিন জনকে আহত করেন।বিবিসি
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সূত্রগুলি বলছে বসন্ত সিং নামের এক বি এস এফ প্রহরীর সঙ্গে মঙ্গলবার সকালে বচসা হয় হেড কনস্টেবল মূলচাঁদ রামের।
কিছুক্ষণ পরে মি. সিং গুলি চালাতে শুরু করেন। মি. রাম ছাড়া আরও তিন বি এস এফ সদস্যের গুলি লাগে, যাঁদের মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু কী বিষয়ে বচসা তা বাহিনীর তরফ থেকে এখনও পরিষ্কার করে যেমন জানানো হয় নি, তেমনই আসে নি কোনও আনুষ্ঠানিক বিবৃতিও।
গুলি চালানোর পরে বসন্ত সিং নামের ওই বি এস এফ প্রহরী পালিয়ে গেছেন – এখনও তাঁকে ধরা যায় নি। পুলিশ তল্লাশি শুরু করেছে। সহকর্মীর গুলিতে বি এস এফ সদস্যের মৃত্যু এর আগেও ঘটেছে। গত কয়েক বছরে প্রকাশিত একাধিক সরকারী রিপোর্টে বলা হয়েছে যে বি এস এফ সদস্যরা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হন।
সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব, পরিবারের থেকে দীর্ঘদিন আলাদা থাকা সহ বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে পড়তে হয় বলে ওই সব প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে।
তবে সম্প্রতি সীমান্ত প্রহরীদের মানসিক চাপ কাটানোর জন্য ছুটির ব্যবস্থা বা পরিবারকে কর্মস্থলে নিয়ে এসে কিছুদিন থাকতে দেওয়ার মতো বেশ কিছু ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।