সশস্ত্র বাহিনীতে ৩১৮০ জন নারী ও জাতিসংঘ মিশনে ৭১৫১ জন বাংলাদেশী
প্রকাশিত হয়েছে : ১২:২৩:২১,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মকর্তা ও অন্যান্য পদবীতে সর্বমোট ৩ হাজার ১৮০ জন নারী কর্রত রয়েছেন বলে সংসদকে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সাংসদ মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ কথা জানান।
তিনি বলেন, যার মধ্যে সেনাবহিনীতে ২ হাজার ৬৮৬জন, নৌবাহিনীতে ২৭০জন এবং বিমান বাহিনীতে ২২৪জন কর্মরত আছেন। সশস্ত্র বাহিনীতে নারীদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী আরো বলেন, নৌবাহিনীতে ২০১২ সাল থেকে প্রতিবছরে দুইবার করে নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। পাশাপাশি পুরুষ কর্মকর্তাগণদের মত নারী কর্মকর্তাদেরও বিএসসি(পাস) ডিগ্রীর পরিবর্তে (বিএসসি) ডিগ্রী দেয়ার বিধান করা হয়েছে।
এছাড়া এর পাশাপাশি নাবিক হিসেবে নারীদের নিয়োগের বিষয়টি সরকারের চলমান বিবেচনাধীন রয়েছে বলেও জানান সৈয়দ আশারাফ। জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের বিভিন্ন পদমর্যাদার সাত হাজার একশ ৫১ জন সামরিক ও বেসামরিক সদস্য কর্মরত আছেন বলে সংসদে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিশ্বের সমস্যা কবলিত ১০টি দেশে তারা দায়িত্ব পালন করছেন। সংসদে জানানো তথ্য অনুযায়ী, আইভোরি কোস্টে ১৫৭১ জন, লাইবেরিয়ায় ৫২৫ জন, দক্ষিণ সুদানে ২৮৩ জন, কঙ্গোতে ২২০৭, দারফুর ৩৭২, ওয়েস্টার্ণ সাহারায় ২৪, মালি ০১, মধ্য আফ্রিকা ১৩২১, লেবানন ৮৪৬ জন এবং সুমালিয়ায় ০১ জনসহ উল্লিতিখ দশটি দেশে ৭১৫১ জন কর্মরত আছেন।