‘সরকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসএসসি পরিক্ষা গ্রহণ করছে’
প্রকাশিত হয়েছে : ৯:০৪:১৭,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসএসসি পরিক্ষা গ্রহণ করছে।এবং এই পরিক্ষা অনুষ্ঠানে বেশ কৌশলী হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। গতানুগতিক ও প্রচলিত শিক্ষার বাইরে নতুন প্রজন্মকে আমরা গড়ে তুলছি আধুনিক বাংলাদেশে গড়ার লক্ষ্যে দক্ষ ও জ্ঞানী নাগরিক হিসেবে। বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনী পরিচালিত আর্মি ইনষ্টিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন নামের শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এক বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ধোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সামরিক বাহিনীর বিশ্বে সুনাম অর্জন করে জাতির জন্যে অসামান্য গৌরব বহন করে এনেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান ও অনস্বীকার্য। পাশাপাশি দেশের নানা কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে জনগনের অনেক বেশী আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। দেশ রক্ষার বাইরে সম্পৃক্ত হয়ে সেনাবাহিনী মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় যে সাফল্য অর্জন করেছে তাতে জাতি অনুপ্রানিত ও গর্বিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ জামান, আর্মি ইনষ্টিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশনের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একে এম এম শওকত হাসান সহ সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা ।
অনুষ্ঠানে জিওসি বলেন, সেনাবাহিনীর তত্বাবধানে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল, তিনটি ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি এবং দুটি আর্মি ইনষ্টিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবেই এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করলো।