সরকার ভয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে: হান্নান শাহ
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৫০,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকারের সব অপকর্ম ফাঁস হয়ে গেলে তা ফাঁসিতে রুপান্তরিত হতে পারে, এই ভয়ে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
আ স ম হান্নান শাহ বলেন, ১৯৭৫ সালের মতই এখন বাকশালী কায়দায় গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। এটি করছে কেবল তাদের অপকর্ম ঢাকতেই।
তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে সরকার ২০ দলকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। মিথ্যাকে হাজার বার বলা হলে মানুষ তা বিশ্বাস করবে, এমন ধারণায় সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে।
তিনি আরো বলেন, সাংবাদিক সাগর-রুনির হত্যার বিচার হয়নি। হত্যাকারীরা এখন ধরা-ছোয়ার বাইরে। সরকারের আশির্বাদপুষ্ট হওয়ায় তাদের ধরা হচ্ছে না। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এখনো কারাগারে। তার অপরাধ সরকারের অন্যায়ের সঙ্গে আপস করেনি, সত্য প্রকাশ করেছিল।
হান্নান শাহ বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের সংবাদপত্রের সবচেয়ে বেশি ক্ষতি করছেন। তিনি বাকস্বাধীনতা হরণের ফন্দি আটছেন আর নতুন নতুন হলুদ সাংবাদিক সৃষ্টি করছেন। যারা সরকারের মিথ্যাচার ও তোষামদির খবর ছাড়া সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করতে চায় না।
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।