সরকার পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগ দিয়ে মানুষ হত্যা করছে : জাপা মহাসচিব
প্রকাশিত হয়েছে : ৩:০৮:৩৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ঘরে বসে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশ নেন আর নেতাকর্মীরা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। সরকার পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ নিয়ে গুলি করে মানুষ হত্যা করছে। তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশের মানুষ এই দুই নেত্রীকে চায় না। সরকারের দুর্নীতি, দুঃশাসন, গুম ও খুনের দায়িত্ব জাতীয় পার্টি নেবে না বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতির(দক্ষিন) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা উনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
জাপা মহাসচিব আরো বলেন, জাতীয় পার্টির মূল শক্তি জাতীয় যুব সংহতি। তাই ঐক্য বন্ধ ভাবে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। আগামীতে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে উদ্যেশ করে বাবলু বলেন, আগুন দিয়ে মানুষ পুড়ে মারা বন্ধ করুন। মানুষ হত্য করে ক্ষমতায় আসা যাবে না।তিনি আরো বলেন, দেশ এ ভাবে চলতে পারে না। দেশের মানুষ শান্তি চায়। দুই দল ব্যার্থ। জাতীয় পার্টির পারবে দেশের মানুষকে শান্তি দিতে।
অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতির সভাপতি, জাতীয় পার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় যুব সংহির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির (দক্ষিণ) নব নির্বাচিত সভাপতি দ্বীন ইসলাম শেখ, সাধারন সম্পাদক শেখ সরোয়ার হোসেন, কাজী শামসুল ইসলাম রঞ্জন, ফজলুল হক, ইলিয়াস আলী, মির্জা ইকবাল, এস এম আনোয়ার হোসেন অপু, গাজী এম সালাম, সহিদ হোসেন সেন্টু প্রমুখ।