সরকার দেশের ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে —ইমরান আহমদ এমপি
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৫৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
জৈন্তাপুর সংবাদদাতা::
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের ক্ষুদ্র-নৃ-তাত্ত্বাকি জাতি গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক উদ্যোগে গ্রহন করেছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা ও তাদের দাফন কাজে সরকার আর্থিক সহায়তা সহ দেশের অনগ্রসর প্রান্তিক জনগোষ্টী কে আর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে নিতে শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন অনুদান প্রদান করে যাচ্ছে। সরকারের পৃষ্টপোষকতায় চা-শ্রমিক ও ক্ষুদ্র-জাতি গোষ্ঠী আর্থনেতিক ভাবে অনেক অগ্রসর হয়েছেন। তিনি সরকারের অনুদানের টাকা যাতে সঠিক ভাবে কাজে লাগে সেই দিকে নজর রাখতে সকলের প্রতি আহবান জানান।
শনিবার সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্ষৃদ্র-জাতি গোষ্ঠীর ও মুক্তিযোদ্ধাদের দাফন সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এ,কে আজাদ ভূইয়া।
অনুষ্ঠানে শ্রীপুর, লালাখাল, হাবিব নগর, খান চা-বাগানের ৩৫১জন এবং মোকামপুঞ্জি ও জৈন্তাপুর খাসিয়া পল্লীর ক্ষুদ্র জাতি গোষ্টী ১৭জন সহ ৩৬৮জনের মধ্যে ৫ হাজার করে ১৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৫৩জন মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন বাবদ ৩ লাখ ২১ হাজার ৮শত টাকার চেক বিতরণ করা হয়।