সরকার খালেদার প্রাণনাশের চেষ্টা করছে : খন্দকার মাহবুব
প্রকাশিত হয়েছে : ১২:১৮:১৫,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থী উত্থানের পথ সুগম হবে বলে আশঙ্কা করেছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন, খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার খালেদা জিয়াসহ অন্যদের মৌলিক অধিকার খর্ব করে প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।
আজ সোমবার দুপুরে শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খাবার প্রবেশে সকল বাধা বন্ধের দাবি জানান খন্দকার মাহবুব।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না মর্মে পুলিশ প্রধান অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনসম্মুখে সমগ্র পুলিশ বাহিনীকে হেয়প্রতিপন্ন করেছেন। রাজনৈতিক নেতাকর্মীরা অবাধে যাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন সেই গণতান্ত্রিক অধিকারের দাবি জানান খন্দকার মাহবুব। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থী উত্থানের পথ সুগম হবে।