সরকার কোনো সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না: হানিফ
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০০,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপির সাথে সংলাপে বসা প্রসঙ্গে বলেছেন , ‘আমরা সন্ত্রাসী বোমাবাজদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চাই না, তাদের আইনের আওতায় এনে বিচার করে এটাকে দমন করতে চাই। যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে ওইসব বোমাবাজদের সঙ্গে সংলাপে বসলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। ভবিষ্যতে দেখা যাবে যেকোনো রাজনৈতিক দলই তাদের দাবি আদায়ে মানুষকে জিম্মি করে, মানুষকে পুড়িয়ে হত্যা ও বোমাবাজি করবে। আমরা কখনই এই ধরনের খারাপ নজির সৃষ্টি করতে চাই না।’
শুক্রবার কুষ্টিয়া জেলা পরিষদে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ সরকার কোনো সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না। বিএনপি চেয়ারপারস অফিসে বসে সারাদেশের মানুষকে জিম্মি করে রাখছে কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীরা সারা দেশের মানুষকে জিম্মি করে রাখতে পারে না।’
এ সময় হানিফ আরো বলেন, ‘অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে বেগম খালেদা জিয়া এমনিতেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে নিজের কর্মকাণ্ডের কারণেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বেন।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নাশকতাকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন এদের অর্থদাতা, হুকুমদাতা কারা সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চলে এসেছে। বাকিদের গ্রেপ্তার করা হলেই সামান্য যে নাশকতাগুলো হচ্ছে সেগুলোও বন্ধ হয়ে যাবে।’
পরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল-আলম হানিফ।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম নুরজাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ এ সময় বলেন, ‘অসহায় গরীব দুস্থ এবং বিধবা নারীদের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথম বয়স্ক ও বিধবা ভাতা চালু করেন, যেন তারা সেই ভাতা দিয়ে নিজের জন্য কিছু করতে পারে।’
নারীরা আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নারী বৈষম্যকে দূর করতে এ সরকার নারীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছেন। যার ফলশ্রুতিতে বর্তমানে নারীরা এখন ডিসি, এসপি ও সচিবসহ সবখানেই বিচরণ রয়েছে।’
অনুষ্ঠান শেষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৬০ জন নারীর মধ্যে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।