সরকার উল্টাপাল্টা কথা বলে সংলাপ এড়িয়ে যাচ্ছে: খেলাফতে ইসলাম
প্রকাশিত হয়েছে : ১:২৯:০২,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খেলাফতে ইসলামী নেতারা বলেছেন, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, সুশীল সমাজ যখন চলমান সঙ্কট থেকে উত্তরণে বার বার একটি অর্থবহ সংলাপের তাগিদ দিচ্ছেন তখন সরকার নাশকতার কথা বলে বিষয়টি আড়াল করার চেষ্টা করছে। তারা বলেন, এই সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। কারণ, তারা খুব ভালো করেই জানে , সংলাপ হলে নির্বাচন হবে আর সেই নির্বাচনে তাদের ব্যাপক ভরাডুবি হবে। তাই উল্টাপাল্টা কথা বলে সংলাপ এড়িয়ে ২০ দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে চাইছে।
দুপুরে লালবাগ কার্যালয়ে সংগঠনের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা ফজলুর রহমানের সঞ্চালনায় দলের নির্বাহী কমিটির জরুরি বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতারা বলেন, সরকার দলের নিজেরাই নাশকতা করে মানুষ পুড়িয়ে প্রতিটি হাসপাতালের বার্ণ ইউনিটকে দলীয় প্রচারকেন্দ্র বানিয়েছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে।
বৈঠকে মাওলানা আবুল কাশেম, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা বশির মেছবাহ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।