সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করছে –অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:১৫,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের যুগান্তকারী উন্নয়ন দেখে বিএনপি নেতাকর্মীরা পাগলের প্রলাপ বকছে। সরকার কৃষি ও শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইংরেজী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেয়া হচ্ছে এবং এই দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করা হচ্ছে।
শনিবার বালাগঞ্জে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা একটার দিকে মন্ত্রী বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক-অবিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাখন মিয়ার সভাপতিত্ব ও শিক্ষক আলী আলী আমজদ ভুইয়ার উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, রেফা বেগম, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তাদির আহমদ মুক্তা, ইউএনও আশরাফুর রহমান, ভূমি কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এমএ মতিন, আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ছালেহ আহমদ, জাপা নেতা সুফি মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানকে শীতলপাটি উপহার প্রদান করা হয়।
বিকেল ৪টায় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ‘বালাগঞ্জ ইউনিয়ন কল্যান ট্রাস্ট ইউকে’ ও ‘হাজী ছাইম উল্লা স্মৃতি কল্যান ট্রাস্টের’ যৌথ উদ্যোগে রিকশা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। হাজী ছাইম উল্লা স্মৃতি কল্যান ট্রাস্টের সভাপতি কদ্দুস মিয়ার সভাপতিত্বে এবং জুয়েল আহমদ নুরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আহমদ, আবু বক্কর সিদ্দকী, এমএ মালেক, আজিজুল হক লকুছ, হুমায়ুন রশীদ চৌধুরী, নাসির উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ওসমানীনগর যুবলীগের সভাপতি আনা মিয়া, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহীন, প্রবাসী কমিউনিটি নেতা মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের র্ভারপাপ্ত সভাপতি আমীর আলী, সহ-সভাপতি আব্দুল হামিদ, সেক্রেটারী তুহিন মনসুর, ছাত্রলীগের একে টুটুল প্রমুখ।
এদিকে সন্ধা সাড়ে ৫টার দিকে মন্ত্রী বালাগঞ্জ আনসার ভিডিপি ব্যাংকের উদ্যোগে দারিদ্র বিমোচনে ঋণ বিতরন ও গ্রাহক সমাবেশ অনুষ্টানে এলাকার যুবক-যুবতীদের মধ্যে ঋনের চেক বিতরন করেন। ইউএনও আশরাফুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহাব উদ্দিনের উপস্থাপনায় চেক বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলাম, ডিজিএম মাহবুর রহমান, আঞ্চলিক ব্যবন্থাপক আব্দুল রউফ।