সরকারের জোর করে ক্ষমতায় থাকার সাধ ধূলিস্যাৎ হয়ে যাবে
প্রকাশিত হয়েছে : ১:০৮:০৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজনৈতিক সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরকেই নিতে হবে বলে জানিয়েছে বিরোধী জোট বিএনপি। ২০ দলের নেতৃত্বে থাকা বিএনপি বলছে, ভুয়া নির্বাচনের মাধ্যমে জবরদস্তি ক্ষমতায় থাকার স্বপ্নসাধ গণআন্দোলনে ধূলিস্যাত হয়ে যাবে শিগগিরই। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এসব কথা বলা হয়। বিবৃতিতে চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী নেত্রীর নিজের সৃষ্ট রাজনৈতিক সংকটকে আইন শৃঙ্খলা সমস্যা হিসাবে আখ্যায়িত করাকে জাতি প্রধানমন্ত্রীর মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই মনে করে না। তিনি প্রায়শই বলে থাকেন জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। সমগ্র জাতি আজ আপনার ও আপনার সরকারের পদত্যাগ চায়, আপনি দয়া করে এই কাজটি করলেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে গোটা জাতি মনে করে।
বিবৃতিতে দলের পক্ষে সালাহ উদ্দিন বলেন, গণবাহিনীর সাবেক অধিনায়ক হঠকারী বিপ্লবী ইনু সাহেবরা মুজিব হত্যার স্বঘোষিত পরিকল্পনাকারী ও মুজিব হত্যার পর মোটর শোভাযাত্রার মাধ্যমে নৃত্য উল্লাস করে বর্তমানে মুজিবভক্তের খাতায় নাম লিখিয়েছেন। এ জাতীয় রাজনৈতিক বারবনিতা ও দানবের কাছে জাতি মানবীয় সবক শুনতে চায় না।
তিনি বিশিষ্ট শিক্ষাবিদ বরেণ্য নাগরিক প্রফেসর এমাজউদ্দিন আহমদের বাসায় গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। গণবিরোধী অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।