সম্মান দেখিয়ে খালেদাকে গ্রেপ্তার করা হয়নি : হাছান মাহমুদ
প্রকাশিত হয়েছে : ৭:২০:১২,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়া অনেক আগেই প্রয়োজন ছিল। তিনি (খালেদা জিয়া) একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হওয়ায় তাকে সম্মান দেখিয়ে গ্রেপ্তার করা হয়নি। দেশের জনগণ চাইলে তাকে গ্রেপ্তার করা হবে।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, বিএনপি অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। এতে করে খালেদা জিয়া ও তারেক রহমান পুলকিত হচ্ছেন।
বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করলে তাদের সভা সমাবেশ করার অনুমোদন দিতে পারে। এতে বাধা দিবে না সরকার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনগণের উপর অযৌক্তিক অবরোধ চাপিয়ে দিয়ে তিনি সারাদেশের মানুষকে অবরুদ্ধ করে রাখার অপচেষ্টা চালাচ্ছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন ছিল তার ভুল সিদ্ধান্ত। তার এই ভুল সিদ্ধান্তের খেসারত তাকেই দিতে হবে। কিন্তু তিনি তার এই ভুল সিদ্ধান্তের খেসারত জনগণের উপর চাপিয়ে দিতে চান। তিনি অবরোধ, হরতাল ডেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে, গাড়ি পুড়িয়ে, রেল লাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে তিনি জনগণের আতঙ্ক এবং শত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন।
হাছান মাহমুদ বলেন, গুলশানের কার্যালয়ে বসে তিনি সমগ্র দেশে সন্ত্রাস, নৈরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিটি মানুষ হত্যার পর, গাড়ি পোড়ানোর পর কিংবা সন্ত্রাসী ঘটনার পর তিনি পুলকিত হচ্ছেন। তিনি যেন ‘হরর(বিভৎস)’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হয়েছেন।
তিনি বলেন, আজকে যারা এই সন্ত্রাস, নৈরাজ্য চালিয়ে মানুষ হত্যার মহোৎসবে নেমেছেন, তাদের সাথে আলোচনার কথা বলেন। কোনো বাড়িতে ডাকাত পড়লে, সেই ডাকাত দলের সাথে গৃহস্থ কিংবা পাড়া-প্রতিবেশি সংলাপে বসে না। সবাই মিলে ডাকাত তাড়ায়। বিএনপি-জামাতের সন্ত্রাসীরা সারা দেশজুড়ে জঘন্য ডাকাতের চেয়েও হিংস্র হায়েনা রূপে আবির্ভূত হয়েছে। এই সন্ত্রাসীদেরও তাড়াতে হবে।
আমরা দেশবাসীকে আহ্বান জানাই, পাড়ায়-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে যারা মানুষের উপর হামলা পরিচালনা করছে, তাদেরকে প্রতিহত করুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ডাবলু, ফরিদুন নাহার লাইলী ও দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ।