সমুদ্র পথে বিদেশ যাত্রা : সুনামগঞ্জের ৫০ যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:০০,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সমুদ্র পথে মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়া সুনামগঞ্জের অন্তত ৫০ যুবক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ভাগ্য বদলের আশায় যাওয়া ওই যুবকদের পরিবারে এখন শুধু আহাজারি।
একটু সুখ আর স্বচ্ছলতার আশায় সুনামগঞ্জের প্রায় প্রতিটি উপজেলা থেকে দালালদের মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশ্যে তিন মাস আগে রওয়ানা দেয় ৫০ যুবক। দালালদের প্রলোভনের শিকার এই যুবকদের আর কোনো খোঁজ নেই।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা বলেন, তাদেরকে পরিবারের সদস্যরা যেতে মানা করেছিলেন। যুবকদের রওয়ানা হওয়ার ৩ দিন পর থেকে নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা দালালদের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে ব্যর্থ হন। সদস্যরা এখনো জানেন না তারা বেঁচে আছেন না মারা গেছেন।
তাদের খবর নিতে পরিবারের সদস্যরা দালালদের কাছে গেলেও কোনো সঠিক উত্তর পাচ্ছেন না তারা। তবে বেশীর ভাগ দালালই এখন পলাতক।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, মানবপাচারকারী চক্রের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে ছিলো না। এখন বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে কয়েকজন দালালের নাম পেয়েছি। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের হাবিব, জমসিদ, ইয়াহিয়া, হারিছসহ একটি দালাল চক্র, প্রত্যেক যুবকের কাছ থেকে ২ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।