সমুদ্রে ভাসছে আড়াই হাজার রোহিঙ্গা-বাংলাদেশী
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৫৯,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সমুদ্রে ছোট ছোট নৌকায় অন্তত আড়াই হাজার রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ভাসছে। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলন একথা জানিয়েছে জাতিসঙ্ঘ উদ্বাস্তুবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
একই সঙ্গে অভিবাসন বিপর্যয়ের শিকার লোকদের জন্য ২৬ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা চেয়েছে সংস্থা দুটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকাল পর্যন্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূল থেকে ৩,৩০২ জনকে উদ্ধার করা হয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম’র প্রতিনিধিরা জানান, অভিবাসন সঙ্কটে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার লোককে উদ্ধার, নতুন করে বাস করতে দেয়া কিংবা নিজ স্থানে ফিরিয়ে দিতে ২৬ মিলিয়ন ডলার প্রয়োজন।
ইউএনএইচসিআর প্রতিনিধি সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়া এবং মিয়ানমারের রাখাইন উপকূলের কাছাকাছি স্থানে অন্তত ২,৬২১ অভিবাসী ছোট ছোট পলকা ভাসছে। তিনি বলেন, সাগরে ভাসমান লোকের সংখ্যা বহুগুণ বাড়তে পারে।
তিনি বলেন, যত সময় গড়াবে, এসব লোকের মৃত্যুর আশঙ্কা তত বাড়বে। বেশির ভাগ নৌকায় জ্বালানি নেই। তাদের কাছে খাবার, পানিও নেই। এদের বেশির ভাগই নারী ও শিশু।
সূত্র: আলজাজিরা।