সমুদ্রের গর্ভে হারিয়ে যাবে পৃথিবী!
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৫৯,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক ::
দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন যার ফলশ্রুতিতে প্রত্যক দিন ক্রমশ গলে যাচ্ছে বরফ স্তর। একদিকে যেমন উষ্ণায়নের প্রভাবে গলে যাচ্ছে বরফ, তেমনই ক্রমশ জলস্তর বেড়ে যাচ্ছে সমুদ্রে। যার ফলে বিশ্বের নিচু জায়গাগুলি সবার অজান্তেই ডুবে যাচ্ছে ক্রমশ।
এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে, আগামী ৭০ বছরের মধ্যে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে প্রায় ২ ফুট। আর আগামী ২২০০ সালের মধ্যে সমুদ্র জলস্ত্র বেড়ে হবে প্রায় ৮ ফুট! রীতিমত এই তথ্যে চমকে উঠছেন খোদ বিজ্ঞানীরা।
গবেষণায় জানা গেছে, গ্রীন হাউস গ্যাস সহ বিভিন্ন কারণে বিশ্বে ক্রমশ বাড়ছে উষ্ণায়ন। যার জেরে প্রতিনিয়ত গলে যাচ্ছে বরফ। বরফ গলা জল চলে যাচ্ছে সমুদ্রে। ফলে, ক্রমশ সবার অজান্তেই সমুদ্রের জল বেড়ে যাচ্ছে। বিশ্বে উষ্ণায়ন না রোধ করা গেলে আগামীদিনে বিষয়টি ভয়াবহ আকার ধারন করবে বলেই মনে করছে গবেষকরা।
এই গবেষণায় গবেষকরা দেখেছেন, বর্তমান সময়ে বিশ্বে বরফ গলনের হার অন্য যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি। ফলে, সমুদ্রের উচ্চতাও বেড়ে চলেছে দ্বিগুণ হারে। গবেষকরা মনে করছে, একটা সময়ে আসবে যখন সমুদ্রের জল প্রায় ২০ থেকে ২৫ ফুট বেড়ে যাবে। এমনকি, বিশ্বের বেশ কয়েকটি শহর সমুদ্রের তলায় চলে যাবে। এমনকি সম্ভবত সমুদ্রের গর্ভেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই !