‘সমগ্র বাংলাদেশ আজ দুর্ঘটনার শিকার’
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৩৪,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সমগ্র বাংলাদেশ আজ দুর্ঘটনার শিকার। তিনি বলেন, সড়কে দুর্ঘটনা, রাজনীতিতে দুর্ঘটনা, ইতিহাসে দুর্ঘটনা এবং সংস্কৃতি চর্চায় দুর্ঘটনা আমাদের দেশে এখন চলমান। সড়কে দুর্ঘটনা চলছে নিয়ম পালন না করা ও নিয়ম ভাঙার শাস্তি না পারওয়ার কারণে আর রাজনীতিতে দুর্ঘটনা হচ্ছে অপরাধীদের দায়মুক্তি, অবৈধভাবে ক্ষমতা দখল অথবা ক্ষমতা বহির্ভূত কাজের জন্য শাস্তি না দেয়া কিংবা শাস্তির বাইরে রাখার চেষ্টা করার কারণে। ‘আমরা সংবিধান মানি না, আইন মানি না- এজন্য রাজনীতিতে বার বার দুর্ঘটনা ঘটছে’ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃতি ও প্রকৃত ইতিহাসকে নির্বাসনে পাঠানোর চক্রান্তই হচ্ছে ইতিহাসের বড় দুর্ঘটনা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।