সমকামী, উভকামী ও উভলিঙ্গ কমিউনিটির চলচ্চিত্র উৎসব
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৫৭,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: সমকামী, উভকামী ও উভলিঙ্গ (এলজিবিটি) সম্প্রদায়ের মানুষরা একত্রে একটি চলচ্চিত্র উৎসব ‘ডায়ালগস’-এর আয়োজন কলকাতার ম্যাক্সমুলার ভবনে।
পাঁচদিনব্যাপী এই উৎসবে সারা পৃথিবীর এমন অনেক ছবি দেখানো হবে যেগুলির সঙ্গে সমকাম, উভকাম কিংবা উভলিঙ্গ সংক্রান্ত কোনো না কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত৷
২০০৭ সাল থেকে আয়োজিত এই ফিল্মোৎসবের বয়স আট বছর৷এবারের উৎসবে কাহিনীচিত্র ছাড়াও তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে৷
ক্যালকাটা এলজিবিটি কমিউনিটির উদ্যোগে আয়োজিত তাদের বার্ষিক অনুষ্ঠান হিসেবে এই উৎসবে সমর্থনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্যাফো ফর ইকুয়ালিটি ও প্রতিজ্ঞা জেন্ডার ট্রাস্টের মতো সংগঠনগুলি৷
উৎসব শুরুর তিন দিন আগে ম্যাক্সমুলার ভবন থেকে ওয়ার্কিং আওয়ারে পাস পাওয়া যাবে৷