সমকামিতার প্রচারক আমির!
প্রকাশিত হয়েছে : ৪:৩৫:১৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: বিখ্যাত টেলি শো ‘সত্যমেব জয়তে’র সেটে সমকামিতাকে সমর্থন করেছিলেন আমির খান৷ ভারতীয় আইনে সমকামিতাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয়৷ সেকারণেই প্রকাশ্যে অপরাধকে সমর্থন করায় আমিরকে আইনি নোটিশ পাঠান আইনজীবী মনদীপ কৌর৷ এরপরেই আমির খানকে একটি নোটিশ পাঠিয়ে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ক জবাব চেয়ে পাঠিয়েছে চন্ডীগড়ের একটি আদালত৷
আইনজীবী মনদীপের বক্তব্য ছিল, ভারতীয় আইনবিধিকে আপমান করেছেন আমির৷ টেলি শোয়ের মাধ্যমে আইন বিরুদ্ধ সমকামিতাকে সমর্থন করে তিনি হিংসা ছড়াচ্ছেন৷
গত ১৯ অক্টোবর এক বেসরকারি চ্যানেলে প্রচারিত হয় সত্যমেব জয়তের এই বিতর্কিত এপিসোডটি৷ এই অনুষ্ঠানেই আমির প্রকাশ্যে সমকামিতা সমর্থন করেন এবং সাধারণ মানুষ সমকামিতাকে সমর্থন করেন কিনা সে বিষয়ে মতামতই জানতে চান তিনি৷ কিন্তু ভারতীয় দন্ডবিধি অনুযায়ী সমকামিতা অপরাধ৷
মনদীপ জানান, আমির খান টিভি শোয়ের মাধ্যমে অপরাধকে উৎসাহ দিয়েছেন৷ তিনি আরও জানান, ঘটনার পরেই তিনি আমিরকে আইনী নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেন৷ কিন্তু তিনি আমিরের তরফ থেকে কোনও উত্তর পাননি৷