‘সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হবে’
প্রকাশিত হয়েছে : ৮:১০:২৪,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব শিগগিরই দেশের সবগুলো বিভাগে ১টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হবে। তিনি বলেন, আমাদের দেশের ১৬ কোটি মানুষের তুলনায় ডাক্তারের সংখ্যা অত্যন্ত সীমিত, আর এ কারণেই একজন ডাক্তারের উপর অনেক বেশি চাপ পড়ে, তাই দেশে ডাক্তারের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন অনেক বেশি মেডিকেল কলেজ। চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও ২টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হবে। এ সময় প্রধানমন্ত্রী মেডিকেল কলেজগুলোর মান ঠিক রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান। একই সাথে অর্থ নয়, ডাক্তারদের সেবার দিকে মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১১টি মেডিকেল কলেজের কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা কলেজগুলোর মধ্যে ৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৫টি সেনা সদর দপ্তরের অধীনে আর্মি মেডিকেল কলেজ রয়েছে। নতুন এসব মেডিকেল কলেজগুলো হলো, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এছাড়া ঢাকা, যশোর, রংপুর, বগুড়া ও কুমিল্লা সেনানিবাসে হচ্ছে আর্মি মেডিকেল কলেজগুলো।
শিক্ষা কার্যক্রমের উদ্বোধকালে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারেন, না খেয়ে রোগে শোকে কষ্ট না পায় সেজন্য বর্তমান সরকার কাজ করছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা না পেয়ে রোগে-শোকে কষ্ট পেয়ে মানুষ মারা যাবে এটা হতে পারে না। তিনি বলেন, মেডিকেল কলেজগুলো যেন মানসম্মত হয়, সেখান থেকে যেন রোগী মারার ডাক্তার বের না হয়। ডাক্তার হওয়া মানে পয়সা কামানো নয়, মানুষের সেবাই সবচেয়ে বড় কথা। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজর দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ রাতেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এ ঘোষণা টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার ও অন্যান্য মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছিল। এ ঘোষণা দেয়ার কারণেই তাকে পাকিস্তানি হানাদাররা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তবে তিনি গ্রেফতার হওয়ার আগেই মুক্তিযুদ্ধ কিভাবে চলবে, সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন এবং নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তিনি আজ বেঁচে থাকলে বহু আগেই এদেশের মানুষ দারিদ্র্যমুক্ত হতো।