সব প্রশ্নের উত্তর দিতে নেই
প্রকাশিত হয়েছে : ২:২৮:১৯,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: পে-স্কেল বাস্তবায়ন ও প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সব সময় সব প্রশ্নের উত্তর দিতে নেই।’
শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মন্ত্রীকে পে-স্কেল বাস্তবায়ন ও প্রতিরক্ষা খাত নিয়ে কয়েক দফা প্রশ্ন করেন। কিন্তু প্রতিবারই মন্ত্রী উত্তর এড়িয়ে যান। সংবাদ সম্মেলন শেষে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময় সব প্রশ্নের উত্তর দিতে নেই।’