সব দরজা বন্ধ: সেতুমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:২২:৩৬,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃতদেহ বাংলাদেশে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা দরজা বন্ধ করেননি। ওইদিন খালেদা জিয়া দরজা খুললেই সংলাপের দরজা খুলে যেতে পারতো। এখন সংলাপের দরজা বন্ধ।
আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনে ফুগল এএসকেয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত ডেনিস ব্যবসায়ী প্রতিনিধিদলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও নাশকতা করা উচিৎ নয়। এই অবস্থা আর চলতে পারে না। আত্মবিনাসী আগুন সারাদেশে দাউ দাউ করে জ্বলছে।
তিনি বলেন, আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এখন যে অবস্থা তৈরি হয়েছে সেখানে সংলাপের দরজা একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে সংলাপের মাধ্যমেই বন্ধ দরজা খুলে যেতে পারতো বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নাশকতার আগুনে ১২শ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে বিভিন্ন যানবাহনের ড্রাইভার, হেলপালসহ ৪০ জন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। যা ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়া হবে।