সব আলো আজ রোনালদোর ওপর
প্রকাশিত হয়েছে : ৬:১১:৪৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে ষোলোটি দল। আটটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় লিভারপুল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ। তবে হাইভোল্টেজ এই ম্যাচকেও আজ ছাপিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব আলো যে আজ তার দিকেই।
কারণ, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আজই যে তিনি শীর্ষে চলে যেতে পারেন। ইতিমধ্যে তিনি ৭০ গোল করেছেন। এক গোলে পিছিয়ে আছেন চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসের থেকে।
আজ মাত্র একটি গোল পেলে তিনি ছুঁয়ে ফেলবেন রাউলকে। আর দুটি গোল পেলে তিনি ছাড়িয়ে যাবেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে।
ইতিমধ্যে রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ১২ ম্যাচে মাঠে নেমে প্রত্যেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে ১২ ম্যাচে তিনি ২০ গোল করেছেন। অন্যান্য লিগ মিলিয়ে ১৫ ম্যাচে করেছেন ২২ গোল। পরিসংখ্যানই বলে দিচ্ছে কি দুর্দান্ত ফর্মে রয়েছেন পর্তুগিজ এই তারকা। তার উপর লিভারপুলের বিপক্ষে আজ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা। সঙ্গত কারণেই সবার নজর থাকবে আজ রোনালদোর দিকে।
রোনালদোতে ভর করে জয়ের রথেই আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শুরুটা ভালো না হলেও সর্বশেষ ১১ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলোত্তির দল। আর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ১৮ ম্যাচে অপরাজেয় রিয়াল। তাই আজও ঘরের মাঠে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না আনচেলোত্তি।
ইনজুরি কাটিয়ে আজ দলে ফিরছেন গ্যারেথ বেল। আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। তাই আজ অলরেডদের বিপক্ষে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন ওয়েলসের এই তারকা।
সবমিলিয়ে আজকের ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদই।