সবাইকে সাকিবের মতো খেলার পরামর্শ মুরালিধরনের
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:২৪,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
সম্প্রতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসালেন শ্রীলংকান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরলিধরন। টাইগারদেকে এবারের বিশ্বকাপে সাকিবের মতো করেই খেলতে পরামর্শ দিলেন তিনি।সাকিব সম্পর্কে মুরলিধরন বলেন, ‘সে একজন ভালো স্পিনারই নয় বরং একজন বুদ্ধিমান বোলার। সে খুব চুপচাপ এবং সাশ্রয়ী বোলার। ও জানে কিভাবে অচেনা কন্ডিশনে উইকেট নিতে হয়।’
পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে সাকিবের মতো খেলতে পরামর্শ দিয়ে সাবেক এই লঙ্কান স্পিনার বলেন, ‘টাইগার দলের প্রত্যেককেই সাকিবের মতো আক্রমণাত্মকভাবে খেলতে হবে এবং উইকেট নিতে হবে। যদি তারা সেটা তারা করতে না পারে, তাহলে শুধু সাকিবের ওভারেই দেখে খেলবে কারণ ব্যাটসম্যানরা জানে পরের ওভারে অন্য বোলারের কাছ থেকে তারা রান তুলতে পারবে।’
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।