সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে মাইক্রোসফট
প্রকাশিত হয়েছে : ১১:০০:০৬,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক: মার্কিন জ্বালানী প্রতিষ্ঠান এক্সন মবিলকে পেছনে ফেলে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রেডমন্ড জায়ান্ট মাইক্রোসফট। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে মাইক্রোসফটের মার্কেট ভ্যালু ৪১০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলার বিভিন্ন সিদ্ধান্তে মাইক্রোসফটের উপর আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা। আর এরই প্রতিফলন দেখা গেল শেয়ার বাজারে। মাইক্রোসফটের শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার নাসডাকের কমপোজিট ইনডেক্স বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। এছাড়া, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত মাইক্রোসফটের শেয়ারের মূল্য বেড়েছে প্রায় ৭০ শতাংশ।
অন্যদিকে, এর আগে দ্বিতীয় স্থানে থাকা এক্সন মবিলের মূল্য দাঁড়িয়েছে ৪০৪ বিলিয়ন ডলারে। তেলের মূল্য কমে যাওয়াতেই এমন দরপতন বলে মনে করা হচ্ছে। তালিকায় প্রথম স্থানে আছে অ্যাপল। প্রতিষ্ঠানটির মোট মূল্যমান ৬৬৮ বিলিয়ন ডলারেরও বেশি।