সপ্তচূড়ায় অর্থমন্ত্রী এম এ মুহিত
প্রকাশিত হয়েছে : ৩:০৩:৪৭,অপরাহ্ন ০২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
২০১৫-২০১৬ অর্থবছরের জন্য আগামী বৃহস্পতিবার বড় অঙ্কের বাজেট পেশ হতে যাচ্ছে জাতীয় সংসদে। ওই দিন সংসদে দেশের ৪৪তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষণা অনুযায়ী বাজেটের আকার হবে ২ লাখ ৯৫ হাজার ২৭২ কোটি টাকার।
এর মধ্য দিয়ে সপ্তমবারের মতো বাজেট প্রণয়ন করতে চলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের এক বিরল দৃষ্টান্ত যিনি সংসদে পরপর সাতবারের মতো জাতীয় বাজেট প্রণয় করতে যাচ্ছেন।’
এর আগে অর্থমন্ত্রী এম এ মুহিত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে দুটি বাজেট প্রণয়ন করেন। সেই দুটি ঘোষিত বাজেট গণনায় নিলে দ্বিতীয় সর্বোচ্চ নয়টি বাজেট ঘোষণার অনন্য কীর্তি গড়তে চলেছেন তিনি। এর আগে বাংলাদেশের ইতিহাসে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট প্রণয়ন করার কৃতিত্ব অর্জন করেছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘যদি বর্তমান সরকার তাদের শাসনামল বজায় থাকে তবে পূর্বের রেকর্ড ছুয়ে ফেলবেন অর্থমন্ত্রী এমএ মুহিত।’ শুধুমাত্র বাজেট সংখ্যার দিকে দিয়েই নয়, টাকার অঙ্কেও সর্বোচ্চ বড় আকারের বাজেট পাশ করাতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এত বড় আকারের বাজেট এর আগে কখনও পাশ হয় নি।
হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮২-৮৩ অর্থবছরে চার হাজার ৭,৩৮ কোটি টাকার প্রথম বাজেট প্রণয়ন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে প্রথম বাজেট প্রণয়ন করেন ২০০৯-১০ অর্থবছরে।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। ১৯৭২-৭৩ অর্থবছরে প্রণয়নকৃত সেই বাজেটের আকার ছিল ৭শ’ ৮৬ কোটি টাকা।