‘সন্ত্রাস বন্ধে বিবেকবান মানুষকেই উদ্যোগ নিতে হবে’
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:০৮,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন বলেছেন, সন্ত্রাস বন্ধে বিবেকবান মানুষকেই উদ্যোগ নিতে হবে। চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে স্পিকার হিসেবে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তা বন্ধে আমরা সুদৃঢ় অবস্থান নিয়েছি। তিনি সাংবাদিকদের বলেন, যে ধরনের দৃশ্য ভেতরে দেখতে হলো, তা একটি কলঙ্কজনক অধ্যায়। খুবই নৃশংস ও নারকীয়। এ ধরনের সন্ত্রাস, সহিংসতা রাজনীতি হতে পারে না। এ ধরনের সন্ত্রাস বন্ধে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষকে উদ্যোগ নিতে হবে। আমাদেরও একই দাবি, এ ধরনের আক্রমণ বন্ধ করেন। তিনি বলেন, এখন যে সহিংসতা চলছে, এর মূল কারণ হিসেবে বিএনপির দাবি অবৈধ সরকার বা অবৈধ সংসদ, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার পাল্টা প্রশ্ন করেন, অভিযোগের কারণে নিরীহ ব্যক্তিদের দগ্ধ করা ছাড়া কি এর সমাধানে আর কোনো পথ নেই? তিনি আরও বলেন, রাজনীতি চলমান প্রক্রিয়া, এর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তবে কোন উপায়ে বা কীভাবে এ সংকটের সমাধান করা যায়, এ ব্যাপারে তিনি কিছু বলেননি।