সন্ত্রাসীদের ধরতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী : খাদ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৩২:৪২,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
২০ দলীয় জোটের সন্ত্রাসীরা রাতের আঁধারে নাশকতা চালাচ্ছে। আর এই কারণে সন্ত্রাসীদের ধরতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। হতে পারে এটা তাদের চরম ব্যর্থতা। তবুও চলমান নাশকতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নং গেট সংলগ্ন সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘২০ দলীয় জোটের হরতাল ও অবরোধের প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম অারও বলেন, ‘দেশে চলমান নাশকতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু রাতের আঁধারে পেট্রোল বোমা মারা হচ্ছে। অার এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিবৃত্ত করতে পারছে না।’
তারেক রহমান নাশকতা চালানোর নির্দেশ দিচ্ছেন মন্তব্য করে মন্ত্রী অারও বলেন, ‘তিনি (তারেক রহমান) বিদেশের মাটিতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর নির্দেশ দিচ্ছে। যদি তার সাহস থাকে তাহলে লন্ডনে বসে নয় বরং দেশের মাটিতে এসে তার দলের নেতা-কর্মীদেরকে নির্দেশ দিক।’
এ সময় মানববন্ধনে অারও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজ, ঢাকা মহানগর আ’লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।