সন্তান নিয়েই ব্যস্ত অনন্ত বর্ষা!
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৩৫,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত নাম অনন্ত জলিল ও নুসরাত ফারিয়া বর্ষা। কোন না কোন কারণে বছর জুড়েই তারা থাকতেন আলোচনায়।
কখনো অভিনয়ের মাধ্যমে বা কখনো সাহায্য- সহযোগীতায়। কিন্তু এবার বেশ কিছুদিন ধরেই খোঁজ নেই এ দম্পতির।
জানা গেছে, সন্তানের বাবা-মা হওয়ার পর থেকেই কেন যেন নিজেদের গুটিয়ে নিয়েছেন এ দম্পতি। প্রকাশ্যে খুব একটা দেখা যায় না তাদের। ফেসবুকেও নেই তেমন কোন কার্যক্রম। অথচ সন্তান জন্মদানের আগে প্রায় প্রতিদিনই ফেসবুকে আপডেট দিয়ে সন্তানের খবরাখবর জানিয়েছেন বর্ষা। অথচ সে সন্তানকে এখনও প্রকাশ্যে আনেননি তারা।
এ ব্যাপারে অবশ্য সূত্রগুলো বলছে নানা কথা। কেউ বলছেন সন্তান নিয়েই ব্যস্ত সময় পাড় করছেন দুজন। যে কারণে বাইরের জগতকে অনেকটা এড়িয়ে চলছেন। শুধু তাই নয়, জানুয়ারি মাস থেকে তাদের নতুন ছবি শুরু হবার কথা থাকলেও তাও এখনও হয়নি। এর বাইরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজও প্রায় বন্ধ।
তবে এ ব্যাপারে অনন্ত’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার তাকে ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।