সঙ্কট নিরসনে খালেদাকে নাগরিক সমাজের চিঠি
প্রকাশিত হয়েছে : ২:১০:৫২,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: চলমান সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছে নাগরিক সমাজ। সোমবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার স্বাক্ষরিত চিঠিটি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন অ্যাডভোকেট চঞ্চল প্রিন্স চৌধুরী।
গত শনিবার রাজধানীতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক গোলটেবিল আলোচনার আলোকে এই চিঠি দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে।
তবে চিঠির বাহক প্রিন্স চঞ্চল চৌধুরী গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে চাইলে গেটে দায়িত্বরত সিটি এসবির সদস্যরা তাকে প্রবেশের অনুমতি দেননি। তাই মূল ফটক থেকে চিঠিটি বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গ্রহণ করেন। পরে খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস চিঠির একটি কপি বাহককে ফেরত দেন।
জাতীয় সংলাপের উদ্যোগ নিতে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই রকম একটি চিঠি দেয়া হবে বলে জানা গেছে।