‘সকল মুসলিমই সন্ত্রাসী’ এমন বক্তাদের পোপের নিন্দা
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:২২,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
‘সকল মুসলিমই সন্ত্রাসী’ এমন বক্তব্য যারা দেয়, তাদের নিন্দা করে পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, আমরা তো বলতে পারি না সকল খ্রিষ্টানই বিশ্বাসী!
তুরস্ক থেকে তিনদিনের সফর শেষে রোম ফেরত যাওয়ার সময় বিমানের ডেকে উঠে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বজুড়ে মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে পোপ বলেন, ইসলামের নামে যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে তা ঘৃণা এবং প্রতিহত করতে হবে।
পোপ বলেন, আমি সেই লিঙ্কের ক্ষতিকর প্রভাব বুঝি, যা ইসলামের সাথে সন্ত্রাসের সংযোগ ঘটায়।
এই হিংস্রতার বিরুদ্ধে বৈশ্বিক নিন্দাই যথেষ্ট এবং তা বেশিরভাগ মুসলিমের ভেতর থেকে ওই ক্ষতিকর লিঙ্ক বিনষ্ট করবে।
সূত্র: বিবিসি