সংযুক্ত আরব আমিরাত আল-আইন আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩১,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত আল-আইন আওয়ামীলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার হোটেল আলাউদ্দীন হল রুমে অনুষ্ঠিত হয়। সিলেট এম.সি কলেজের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সৈয়দ রফিক আহমদ ইয়াহইয়ার সভাপতিত্বে, আওয়ামীলীগের নির্বাচন কমিশনের আহবায়ক সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন জামাল হোসেন নান্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিউওয়র্ক ষ্টেইট আওয়ামীলীগের ও সাবেক সভাপতি বঙ্গবন্ধু পরিষদ আল-আইন, ইউ.এ.ই-র আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আইন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক্বী, সহ-সভাপতি হাজী রুস্তম আলী, সহ-সভাপতি মনিরুল হক টুটুল, উত্তম কুমার হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন, আল-আইন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সৈম, মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা হাজী নূরুল ইসলাম খান (ইরন), হাজী চাঁন মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, বাতির মিয়া, ইটিভি’র সাংবাদিক সাইফুল ইসলাম, নবনির্বাচিত আল-আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, নর্ব নির্বাচিত সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ (তালুকদার), আব্দুল কাদির, আব্দুর রহমান (আজাদ), সাংগঠনিক সম্পাদক শেখ মাহবুবুল আলম (মধু), শাহাবুদ্দীন (শুভ), প্রচার সম্পাদক সৈয়দুল ইসলাম চৌধুরী (দুলন), ক্রীড়া সম্পাদক করীম আহমেদ (রাজ), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (শুনু মিয়া) সহ প্রমূখ।
উক্ত সভায় মহানগর আওয়ামীলীগের নির্বাচন কমিশনের আহবায়ক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু ২০১৫ এবং ২০১৬ সনের কার্যনির্বীহী ৫৩ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান। অবশেষে আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।