সংকট সমাধানে বি. চৌধুরীর ৩ প্রস্তাব
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৩৬,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
সাবেক রাষ্ট্রপ্রতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব দিয়েছেন । আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গণতন্ত্র, আইনের শাসন, মানবধিকার সংরক্ষণ, শান্তি প্রতিষ্ঠা ও সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে পেশাজীবী সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।
তার প্রস্তাবগুলো হচ্ছে- প্রেসিডেন্ট এর অধীনে একটি সাময়িক সরকার গঠিত হবে। যা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
এই সরকারে থাকবেন নবম সংসদের কিছু নির্বাচিত সদস্য। তবে শর্ত হলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
ঐ সরকারের মূল কাজ হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা। নির্বাচন কমিশনের নিবন্ধনভূক্ত সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা। আর এই সরকারের মেয়াদ হবে তিন থেকে ছয় মাস। বি চৌধূরী বলেন, দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায় আছে, যে দেশেয় ৯০ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে তাদেরকে ঠেকিয়ে রেখে কেউ টিকতে পারবে না। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদসহ পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।