শ্রীমঙ্গলে ৬ মাসে ৬ ডাকাতি, খুন ১॥ গুলিবিদ্ধ ২
প্রকাশিত হয়েছে : ৬:২৬:২৫,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শ্রীমঙ্গলে ডাকাতি থামছে না। একের পর এক ডাকাতির ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রবিবার বান্দরবন জেলা পুলিশ সুপারের শ্রীমঙ্গলস্থ গ্রামের বাড়ীতে ডাকাতির ২৪ ঘন্টার ব্যবধানে পৌরসভার বঙ্গবীর আবাসিক এলাকায় আবারো ডাকাতি হয়েছে। ডাকাতরা জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে লোকজনকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ নিয়ে গত এক মাসের ব্যবধানে শ্রীমঙ্গলে ৬ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত সোমবার রাত ৩ টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শ্রীমঙ্গল শহরের বঙ্গবীর আবাসিক এলাকায় ব্যবসায়ী এমদাদুর রহমানের বাসার নীচতলার এক পাশের জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে। এরপর ডাকাতরা অভিনব কায়দায় ঐ বাসার লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের ফ্লাটের দরজা খুলতে কাজে লাগায়। এ সময় পাশের ফ্লাটের লোকজন দরজা খুলে দিলে ডাকাতরা ভেতরে প্রবেশ করার চেষ্টাকালে ডাকাত বুঝতে পেরে লোকজন চিৎকার দেয়। পরে ডাকাতরা ব্যবসায়ী এমদাদুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আলমিরা ভেঙে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এরপর ডাকাতরা একইভাবে আহত এমদাদুরকে অস্ত্রের মুখে উপরতলায় নিয়ে গিয়ে তাকে দিয়ে উপরতলার প্রতিবেশীর দরজা খোলানোর ডাকাডাকি করায় কিন্তু উপরতলার লোকজন বিষয়টি টের পেয়ে দরজা না খুলে চিৎকার দিলে ডাকাতরা নীচে নেমে এসে পালিয়ে যায়। এর আগে ডাকাতরা একই এলাকার রওশন আরা মঞ্জিলের আব্দুল হালিমের বাসার কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে বাসার লোকজন টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।
উল্লেখ্য, রোববার বান্দরবনে কর্মরত এক পুলিশ সুপারের শ্রীমঙ্গলস্থ গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। এই চাঞ্চল্যকর ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে শহরে ফের ডাকাতির ঘটনায় সাধারন মানুষের মধ্যে ডাকাত আতংক দেখা দিয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারী ওসমানী নগর থানায় কর্মরত পুলিশের এসআই এর গ্রামের বাড়ী শ্রীমঙ্গলের বিলাশের পার এলাকায় ডাকাতির ঘটনায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। ২২ জানুয়ারী শ্রীমঙ্গলের রাম নগরে দুবাই প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের হাতে গ্রামের দুই সহদোর গুলিবিদ্ধ হয়, লুট হয়েছে স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ ৭ লক্ষ টাকার মালামাল। চলতি মাসের ১৬ তারিখে উপজেলার সাতগাঁও এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। ১৩ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল পৌর মেয়রের মালিকানাধিন চা কোম্পানীর প্রধান কার্যালয়ে ডাকাতির ঘটনায় খুন হয় প্রতিষ্ঠানের নৈশ প্রহরী। ডাকাতরা নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যা করে অফিসের আলমিরা ভেঙ্গে নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। পুলিশ সুপারের গ্রামের বাড়িতে ডাকাতির ২ ঘন্টার মধ্যে ৪ জনকে আটক করা হলেও অন্যান্য ডাকাতি মামলায় তেমন পুলিশী তৎপরতা লক্ষ্য করা যায়নি।