শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:২৫,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম অনন্ত শর্মা (১৫)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অনন্ত শর্মা উপজেলার রাজঘাট চা-বাগান এলাকার নরেন্দ্র শর্মার ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিনেন্দু ভৌমিক জানান, রাতে অনন্ত শর্ম্মা মোটরসাইকেলে করে তার বাবার সঙ্গে শ্রীমঙ্গলের যাচ্ছিলেন। পথে সিন্দুরখান রোডে একটি শিয়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এতে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা।পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অনন্ত শর্মাকে মৃত ঘোষণা করেন।