শ্রীমঙ্গলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:২২:২৫,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে আব্দুল আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক আব্দুল আলী রাজাপুর গ্রামের মৃত জবার মিয়ার ছেলে।
কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতলিব জানান, সকালে বৃষ্টির সময় গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন আব্দুল আলী।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।