শ্রীমঙ্গলে নারীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:৫২:৩০,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
শ্রীমঙ্গল সংবাদদাতা::
শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক (৫০) নারীর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমদ জানান, দুপুরে লাউয়াছড়া রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি আরো জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।