শ্রীমঙ্গলে দুর্ধর্ষ ডাকাতি : গুলিবিদ্ধ ৩
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:০০,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শ্রীমঙ্গল পৌর শহরের রামনগর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের গুলিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পথচারী খালিক মিয়া (২৯),আব্দুল মালেক (২২) ও ইসহাক মিয়া (৩০)। এদের মধ্যে একজনের চোখে ও দু’জনের শরীরে গুলিবিদ্ধ হয়। তাদের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত শহরের রামনগর এলাকার দুবাই প্রবাসী আনিছুর রহমানে বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতর ঢোকে। ঘরে ঢুকে আলমারিতে থাকা দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে তিন পথচারী ডাকাতদের বাধা দিলে তারা গুলি করে পালিয়ে যায়। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হাসপাতালে পাঠায়। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে করেছেন।