শ্রীমঙ্গলে ট্রাক পোড়ানোর ঘটনায় সাংবাদিকসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৭
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:০০,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জাতীয় দৈনিকের সাংবাদিকসহ ২০ দলীয় জোটের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জন নেতাকর্মীর নামে শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
পুলিশ জানায়,গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকায় মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এর পরিপেক্ষিতে গত শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার এএসআই হুমাইয়ুন কবির বাদী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়
মামলায় দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল সংবাদদাতা এম এ রকিব, ঢাকা ট্রিবিউনের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এম ইদ্রিছ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান (হাজী মুজিব),বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আউয়ালসহ জোটের ৪৪ নেতাকর্মীর নাম উলে¬্যখ করে এ মামলা হয়। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল ও যুবদলের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে এই মামলায় সাংবাদিকদের জড়িয়ে মামলায় আসামী করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সকল সদস্যবৃন্দ।