শ্রীমঙ্গলে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:১৪,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলা সদরের রাজু শাপলাবাগ আবাসিক এলাকার রাজু স্বর্ণকার (৩০) ও তার ভায়রা জামালপুরের সবুজ স্বর্ণকার (২৮)। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, রাতে প্রাইভেটকারে সিলেট থেকে শ্রীমঙ্গল আসছিলেন হতাহতরা। প্রাইভেটকারে কয়জন ছিল তা জানা যায়নি। রাস্তায় কাকিয়া বাজার এলাকায় প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে যায়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।