শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:৩৩:৩৫,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার শাপলাবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক ২৮-৩০ বছর। তবে পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইসমাইল জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আমরা খবর পাই শাপলাবাগ নামক স্থানে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।নিহতের নাম-পরিচয়সহ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে জানান মো. ইসমাইল।