শ্রীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পন্ড, মাওনায় অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:১৮:২৮,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়।
বুধবার বিকালে পৌর মুক্তমঞ্চ থেকে উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পৌর বাজারে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে এ মিছিল বের করে।
পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দিন মৃধার নেতৃত্বে ছাত্রদল ও বিএনপির কর্মীরা মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডঃ কাজী খান,যুব দল সভাপতি সাফায়েত হোসেন আকন্দ, সামসুদ্দিন, ছাত্র নেতা মুনছুর আহমেদ,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হোসেন আকন্দ প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকালীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর রাতে শ্রীপুর পৌর বাজারে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে সন্ত্রাসীরা দা-দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার তিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় শ্রীপুর উপজেলা ছাত্রদল ও বিএনপি কর্মীরা উক্ত কর্মসূচির আয়োজন করেন।