শেষ পর্যন্ত পাগলা গারদে মিলন!
প্রকাশিত হয়েছে : ২:৩৪:৩৮,অপরাহ্ন ২০ জুন ২০১৫
বিনোদন ডেস্ক::
ছোটপর্দা-বড়পর্দা এই দুই জায়গাতে সমান জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বেশ কিছুদিন ধরে তিনি পাগলা গারদে রয়েছন।
তবে বাস্তবে নয় গোলাম সরোয়ার দুদুলের নির্মিতব্য একটি টেলিফিল্মের এমন দৃশ্যে দেখা যাবে তাকে। ২০ জুন শনিবার সকাল থেকে সিলেটের শ্রীমঙ্গলে এ টেলিফিল্মের দৃশ্যায়নের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন এ নির্মাতা।
মিলন ছাড়াও এতে আরো অভিনয় করছেন- রিচি সোলায়মান, অর্পণা ঘোষ, বরদা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমূখ। এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘টেলিফিল্মটির নাম এখনো ঠিক হয়নি। এ টেলিফিল্মে একটু ভার্সেটাইল চরিত্রে অভিনয় করছি। পাগলা গারদে থাকে একটি ছেলে। গারদে থাকা এ ছেলেটিকে কেন্দ্র করেই এ টেলিফিল্মের গল্প। ২০-২১ জুন পর্যন্ত ২ লটের শুটিং শেষে ২২ জুন ঢাকায় ফিরব।’
মিলন ছাড়াও এতে আরো অভিনয় করছেন- রিচি সোলায়মান, অর্পণা ঘোষ, বরদা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমূখ। আগামী এনটিভির ঈদে এনটিভিতেট টেলিফিল্মটি প্রচারিত হবে নির্মাতা সূত্রে জানা গেছে।