শেরপুরে ৩ মাদকসেবী আটক
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৪২,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বগুড়ার শেরপুর উপজেলা থেকে তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রেজাউল (২২), একই গ্রামের মৃত আজাদের ছেলে হারুন (২৫) ও পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার ফসি কসাইয়ের ছেলে লিটন (২৮)।
শেরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেদার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।