শেখ হাসিনার ওপর হামলার ষড়যন্ত্রের তথ্য দিতে ঢাকা আসছেন ভারতীয় গোয়েন্দারা
প্রকাশিত হয়েছে : ৯:০৩:১১,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার ষড়যন্ত্র এবং পশ্চিমবঙ্গের বর্ধমানে জঙ্গি তত্পরতা বিষয়ে তথ্য দিতে ঢাকা আসছে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনআইএ সদস্যরা। সরকারের অনুমতি পেলে ৯ নভেম্বর তাদের একটি দল ঢাকা এসে সরকারকে হামলার ছকের বিষয়ে বিস্তারিত তথ্য দেবে।
দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্র জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, জামায়াত আশ্রিত জঙ্গিদের হামলার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিষয়টি যথেষ্ট সংবেদনশীল। ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। অনুমতি পেলে ঢাকায় এসে বিষয়টি তারা বিস্তারিত জানাবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিদেশ সফরে আছেন। তিনি ভারতে ফিরলে ঢাকা যাত্রার বিষয়টি নিশ্চিত হবে।
ভারতের গোয়েন্দা সূত্রে আগেই জানানো হয়েছিল, কোনো এক জনসভা কিংবা জেলা সফরে শেখ হাসিনার ওপর হামলার ছক কষেছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। আত্মঘাতী জঙ্গির মাধ্যমে হামলা হতে পারে। তাদের সাহায্য করছে হরকাতুল জিহাদ ইসলামী (হুজি), জামায়াত ইসলামী; কিন্তু ঠিক কোথায় হামলার পরিকল্পনা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে শেরপুরে পঁচিশ-তিরিশ জনের একটি নতুন দলকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন পাকিস্তানের মাওলানা মহম্মদ আবদুল তাহির। এ বিষয়টি তারা জানতে পেরেছেন।
রিপোর্টে আরো বলা হয়েছে, উলফাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে জামায়াত। এ বছর আগস্টে শেরপুরেই উলফার সঙ্গে বৈঠক হয় তাদের। উদ্দেশ্য অস্ত্র কেনাবেচা।