শেখ মুজিব ছাড়াই দেশ স্বাধীন হয়েছে : শাহ মোয়াজ্জেম
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৪৪,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, শেখ মুজিবকে বাদ দিয়েই দেশ স্বাধীন হয়েছে। ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করেছেন। তার যেটা করা উচিৎ ছিল তা তিনি করেননি। স্বাধীনতার ঘোষণা দেননি।
বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জেড ফোর্স আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ ও পরিবারের কথা না ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। যে অস্বীকার করবে সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যে কাজ মুজিবের করার কথা ছিলো তা জিয়াউর রহমান করেছেন।
তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধে যে চীন ও রাশিয়ার গুলি আমাদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেই চীনপন্থী মন্ত্রীর নামে সড়ক হয়। আসল মুক্তিযোদ্ধাদের নামে হয় না। ৪০ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধারা আলোচনা সভায় দাওয়াত পায়, আমরা পাই না।
তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে বলেন, যে ইনু শেখ মুজিবকে হত্যা করার জন্য গণবাহিনী তৈরি করেছিল। শেখ হাসিনা তাকেই তার মন্ত্রী পরিষদে বসিয়েছে। তাকে এর ফল ভোগ করতে হবে। শেখ মুজিবের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার নিজের দলের লোক। তাদের স্বার্থে মুজিবের নাম ব্যবহার করেছে। হাসিনারও সবচেয়ে বড় বিপদ নিয়ে আসবে তার আশপাশের লোক।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে, তাকে সহ্য করতে না পেরে দুদকের কাঁধে বন্দুক রেখে তার বিরুদ্ধে মামলা করেছে। দুদক দুর্নীতি খুঁজে বের না করে দুর্নীতি করতে সাহায্য করছে। মামলা করেছেন ভালো, দেশে কি কোর্ট কাচারি নেই? মাদ্রাসা মাঠে কেন বিচার করবেন? কালকে গোপালগঞ্জের পুলিশ দিয়ে সার দিয়েছেন। এত বাড়াবাড়ি ভালো না। আপনার সময় শেষ হয়ে গেছে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।