শেখ জামাল-বুসান আইপার্ক প্রীতি ম্যাচে জমজমাট লড়াইয়ের বার্তা
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:১৩,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আইপার্ক। ম্যাচটি শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায়। সরাসরি দেখাবে চ্যানেল নাইন। ম্যাচের আগে দুই দলই জমজমাট লড়াইয়ের বার্তা দিয়েছে। বাংলাদেশে আগত বুসান আইপার্ক দলে দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের কোন খেলোয়াড় নেই। দলের দুই ব্রাজিলীয় ফুটবলারও বড়দিনের ছুটিতে থাকায় বাংলাদেশে আসতে পারেনি। তবুও শক্তির বিচারে দলটি এগিয়েই থাকবে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া। তাই বিশ্বকাপ খেলা দেশটির ক্লাবের সামর্থ্য তাই অনুমেয়। তারপরও ইতিবাচক ফুটবল খেললে কোরিয়ার দলকে আটকানো সম্ভব বলে দাবি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ মারুফুল হক। তিনি বলেন, ‘পজিটিভ ফুটবল খেললে জয়-পরাজয় থাকবেই। এ ম্যাচ আমাদের জন্য দু’টি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ভুটানের কিংস কাপে আমরা চ্যাম্পিয়ন হই। তখন অনেকেই আমাদের খেলা দেখতে পারেনি। এবার দর্শকদের সামনে নিজেদের প্রমাণের সুযোগ। দ্বিতীয়ত, আমাদের দলের বেশির ভাগ খেলোয়াড় জাতীয় দলে খেলে। তাই জাপানের বিপক্ষে যে দুর্বলতা ছিল সেগুলো কতটা কাটিয়ে উঠতে পেরেছি তাও প্রমাণ করতে পরবো।’ গত সপ্তাহে জাপানের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তবে কোরিয়ার ক্লাবটির বিপক্ষে পুরনো মামুনুলকে দেখা যাবে বলে আশা করছেন মারুফুল। ওই ম্যাচে বাংলাদেশ ডিফেন্সিভ ফুটবল খেলেছিল। তেমন কোন আক্রমণই করেনি মামুনুলা। তবে বুসানের বিপক্ষে সুযোগ পেলেই আক্রমণ হবে বলে জানিয়েছেন মারুফুল হক। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ দিলে তারা আরও ভয়ঙ্কর হবেই। বুসানের দু’টি ম্যাচ দেখেছি। তাদের বিপক্ষে আমরা বল পেলে অবশ্যই আক্রমণ করবো। আশা করি দর্শকদের ভাল খেলা উপহার দিতে পারবো।’ বুসানের বিপক্ষে শেখ জামাল সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক নাসিরউদ্দিন চৌধুরী। কিংস কাপ জয়ী এ অধিনায়ক বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা ভাল ফুটবল খেলছি। বুসান আইপার্ককে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এজন্য সম্পূর্ণ প্রস্তুত।’
শেখ জামাল সম্পর্কে ধারণা নিয়েই বাংলাদেশে এসেছে বুসান আইপার্ক। দলটির কোচ উইন সুং হিউ বলেন, ‘আমরা জানতে পেরেছি তারা ভাল দল। জানি না কেমন খেলবো। চেষ্টা করবো যাতে সবাই আমাদের খেলা মনে রাখতে পারে।’ গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বুসান আইপার্ক। আর শেখ জামাল অনুশীলন করেছে ধানমন্ডি মাঠে। নিজেদের সামর্থ্যের কথা জানে বলেই বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষেও খেলার আগ্রহ দেখিয়েছিল বুসান আই পার্ক। তবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল সম্প্রতি চমৎকার সাফল্য দেখিয়েছে। গত মাসেই তারা ভুটানের কিংস কাপ শিরোপা জিতে দেশে ফিরে। এছাড়াও বছরের শুরুতে কলকাতার আইএফ শিল্ডের ফাইনালও খেলে তারা। আজ ম্যাচে শেখ জামাল খেলবে ৪-৩-৩ ফরমেশনে। আর বুসান আইপার্ক খেলবে ৩-৫-২ ফরমেশনে।