শুরু হতে পারে যৌথ বাহিনীর অভিযান
প্রকাশিত হয়েছে : ৫:১১:০৩,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক: বর্তমান রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় শুরু হতে পারে যৌথ বাহিনীর অভিযান । এ বিষয় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা-বার্তা চলছে বলে জানা গেছে। পুলিশ, বিডিআর ও র্যাবের চৌকস অফিসারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় অতিরিক্ত সচিবের নেতৃত্বে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অবরোধের নামে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা নাশকতা ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা রোধেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া জঙ্গি নির্মূলকে সামনে রেখেই এমনটা ভাবা হচ্ছে।
সারাদেশে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে বিরোধী দলীয় নেতা-কর্মীদের চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে যোথ বাহিনী মাঠে নামতে পারেন বলে জানরা গেছে।