শুরুতেই অশ্লীলতার জন্য সমালোচিত মান্নারা
প্রকাশিত হয়েছে : ২:৫২:২০,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৪
প্রথম সিনেমা দিয়েই বলিউডে আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছেন প্রিয়াংকা চোপড়ার কাজিন মান্নারা। বলিউডে পা ফেলেই উত্তপ্ততা ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সিনেমার পোস্টার ও ট্রেলারেই আগুনঝরা আবেদনময়তার ঝলক দেখিয়েছেন তিনি। সিনেমাটিতে অনেক ঘনিষ্ঠ দৃশ্য করেছেন মান্নারা। এবং এটা করেই বলিউডে হয়ে উঠেছেন তীব্র সমালোচনার শিকার ব্যক্তিতে। এবার জিদ সিনেমার প্রথম গান ‘সাসোঁ কো’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা আবেদনময়ী গান হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।
অরিজিত সিংহের মায়াবী কণ্ঠ, সাকিল আজমির মন ছুঁয়ে যাওয়া লেখা এবং শারিব তোশির সুর, সব মিলিয়ে সম্মোহন তৈরি হয়েছে ‘সাসোঁ কো’ গানে। আর তার সঙ্গে মান্নার শরীরী জাদু বাড়তি আকর্ষণ জুড়েছে। মান্নারা নিজেই বলেছেন, তার আকর্ষণীয় শরীর রয়েছে আর তা দেখাতে কোনো সমস্যাই নেই। জিদ সিনেমার পরিচালক বিবেক অগি্নহোত্রী। প্রযোজক অনুভব সিনহা। রোমান্টিক এই থ্রিলার সিনেমা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে।