শুভ’র বিয়েতে ফারুকী
প্রকাশিত হয়েছে : ৭:১৭:২৬,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ওপার বাংলার মেয়ে অর্পিতার সঙ্গে এপার বাংলার অভিনেতা আরিফিন শুভর বিয়ে সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি কলকাতায় তাদের এ বিয়ে সম্পন্ন হয়। এ বিয়েতে উপস্থিত ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,
দেশে বিদেশে আমার ভাই,বোন, বন্ধুর সংখ্যা নিয়ে আমার উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানাতেই হবে। তাদের প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য দেখলে মন ভরে যায়।
এরকমই একজন শুভ । ঘটনাচক্রে ওর অভিনয় জীবনের শুরুটা আমার সাথে হয়েছে । ঘটনার আরেক চক্রে আজকে ওর জীবনের নতুন ইনিংসেও হাজির আমি। মিটিং করতে যাওয়ার কথা ছিল মুম্বই। সেই মিটিং চলে আসলো কোলকাতা । বুঝলাম এই সবই ওপরওয়ালার ষড়যন্ত্র যেন শুভ’র বিয়েতে থাকি।
বেস্ট অব লাক, শুভ এবং অর্পিতা । যাত্রা প্রেমে মাখামাখি হোক।